ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে মাস্ক বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও পরিষদের অর্থায়নে করোনা দ্বিতীয় ধাপ মোকাবেলায় ৭৫০ প্যাকেট মাস্ক উপজেলা পরিষদ হল রুমে বিতরণ করা হয়। এসময় ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে ২ লাখ ৪০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুলভারতে পালানোর সময় শেরপুর জেলা আওয়ামী লীগ নেতা চন্দন গ্রেফতারশ্রীবরদীর ভেলুয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ Post Views: ১৬৩ SHARES শেরপুর বিষয়: