শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১ অনলাইন ডেস্ক : শেরপুরসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে ময়মনসিংহ, শেরপুর কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীসহ বেশ কয়েক জেলা। ২৮ এপ্রিল বুধবার সকাল ৮টা ২১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে। যার প্রভাব পড়ে বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার এবং চীনে। সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, আজ সকাল ৮টা ২১ মিনিট ২৪ সেকেন্ডে এই ভূমিকম্প সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল রাজধানীর আগারগাঁও থেকে ৩৯৭ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বের ভারতের আসামের ঢেকীয়াজুলি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০, যা শক্তিশালী ভূমিকম্প। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প বিভাগের এক কর্মকর্তা জানান, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে। এটি ছিল শক্তিশালী ভূমিকম্প। এর মাত্রা ছিল ৬.০ রিখটার স্কেল।’ রিখটার স্কেলে ৫ থেকে ৫ দশমিক ৯ পর্যন্ত মাত্রাকে মাঝারি ধরনের ভূমিকম্প বলা হয়। আর ৪ দশটিক ৯ মাত্রার ভূমিকম্প হলে তাকে মৃদু ভূমিকম্প। আর ৬ হলে শক্তিশালী ভূমিকম্প বলা হয়। Related posts:শেরপুরে ট্রাক চাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহতনকলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহতশেরপুরে বাংলাদেশ কোরিয়ান ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টারের উদ্যেগে মতবিনিময় সভা Post Views: ১৮৫ SHARES শেরপুর বিষয়: