সোহাগপুরের সেই বিধবাপল্লীতে জেলা পুলিশের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, মে ১, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সোহাগপুর বিধবা পল্লীর শহীদ পরিবার ও জায়া মা-দের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ-উল-ফিতর উপলক্ষে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। ৩০ এপ্রিল শুক্রবার বিকালে জেলা পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী শহীদ পরিবারের সদস্য ও জায়া মা-দের হাতে ঈদ উপহার সামগ্রী তুলেদেন।


ওইসময় পুনাক সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজ নাজনীন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বাদল, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহাম্মদসহ জেলা ও উপজেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিধবা পল্লীর জায়া মায়েরা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী শহীদ পরিবারের সদস্য ও জায়া মায়েদের সার্বিক খোঁজ খবর নেন এবং ওই সকল পরিবারের সদস্যদের স্বাস্থ্য সেবা সুরক্ষায় বিশুদ্ধ পানি সরবরাহের সুবিধার্থে গভীর নলকূপ স্থাপনের আশ্বাস দেন তিনি।