শেরপুরে দায়িত্ব পালনে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সফলতার ২ বছর

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের ২ বছর পূর্ণ করলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এ উপলক্ষে ৯ আগস্ট রবিবার জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) গণের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


জানা যায়, বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরিস্থিতিতে সদর উপজেলাসহ শেরপুরের সবকটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণদের সাথে নিয়ে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে সরকারের পক্ষ হতে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।


তিনি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ডিসি সম্মেলনে একমাত্র নারী জেলা প্রশাসক হিসেবে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে তুলে ধরেছেন শেরপুরবাসীর প্রাণের দাবি, শেরপুরে রেল লাইন স্থাপন ও একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিকতা যখন তুলে ধরেন।
আনার কলি মাহবুব জেলা প্রশাসক হিসেবে শেরপুরে তিনি যথেষ্ট সফলতা ও সাহসিতার পরিচয় দিয়েছেন। তার প্রতি শেরপুরবাসীর প্রত্যাশা আরও বেড়ে গেছে।
উল্লেখ্য, জেলা প্রশাসক আনার কলি মাহবুব শেরপুরে যোগদানের আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার আগে তিনি কুষ্টিয়ার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০তম বিসিএস ক্যাডার হিসেবে প্রশাসনে যোগদান করেন।