মির্জা ফখরুল এখন হেফাজতের নেতা, জামালপুরে এমপি হোসনে আরা

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মে ৩, ২০২১

জামালপুর প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন হেফাজতেরও নেতা বলে মন্তব্য করেছেন জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা।
২ মে রবিবার দুপুরে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কেন্দ্রে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। আজকে আমাদের সরকার ক্ষমতা থাকার কারণে দেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। আর বিএনপির কাজ হলো শুধু আওয়ামী লীগের দোষ খোঁজা।’
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. এ এম আবু তাহেরসহ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।