শেরপুরে ইদ্রিস গ্রুপের অন্যতম পরিচালক গুলজার জিহানের উদ্যোগে ১ হাজার প্যাকেট ইফতার বিতরণ

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, মে ১০, ২০২১

রাজাদুল ইসলাম বাবু ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান, ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর অন্যতম পরিচালক, তরুণ শিল্পপতি, বহুগুণের অধিকারী গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহানের নিজ উদ্যোগে শেরপুরের রোজাদারদের মাঝে ১ হাজার প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে।


১০ মে সোমবার, ২৭শে রমজানে শেরপুর শহরের দৃষ্টি নান্দনিক আলহাজ্ব বাবার আলী জামে মসজিদ, ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদ, এস আর জামে মসজিদ ও এটিআই জামে মসজিদে ধর্মপ্রাণ মুসুল্লিদের মাঝে ওই ইফতার বিতরণ করা হয়।
জানা যায়, ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর চেয়ারম্যান, শেরপুরের প্রয়াত শিল্পপতি, শিক্ষানুরাগী, দানবীর আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া প্রতি বছর রোজাদারের মাঝে ইফতার বিতরণ করে গিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবারের রমজান মাস উপলক্ষে তার একমাত্র পুত্র, ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর পরিচালক, তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান তার নিজ উদ্যোগে শেরপুরের বিভিন্ন মসজিদে ১ হাজার প্যাকেট ইফতার বিতরণ করেছেন। গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান তার পিতা প্রয়াত আলহাজ্ব ইদ্রিস মিয়ার জন্য শেরপুরের সকল-শ্রেণি পেশার মানুষের কাছে দোয়া চেয়েছেন।


বিভন্ন মসজিদে মসজিদে ইফতার বিতরণকালে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান, ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর বিতরণ বিভাগের প্রধান লুৎফর রহমান ঠান্ডাসহ সংশ্লিষ্ট মসজিদের ঈমাম, সভাপিত ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।