শেরপুরে রামকৃষ্ণপুর যুব কল্যাণ সংঘের উদ্যোগে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২

শেরপুরে রামকৃষ্ণপুর যুব কল্যাণ সংঘের উদ্যোগে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর উত্তরপাড়া নতুন ঈদগাহ মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর ডায়াবেটিক হাসপাতালের চীফ মেডিকেল অফিসার ডা. মো. আনিসুর রহমান।

অনুষ্ঠানে সংবর্ধিত গুণীজনরা হচ্ছেন ডা. মো. আনিসুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ, এম.এ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাস্টার, জেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, এ্যাডভোকেট তাজুমুল ইসলাম, আলহাজ্ব মেজবাউল ইসলাম লিটন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য মো. আনোয়ার হোসেন, জেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. রবিউল ইসলাম, সদস্য মো. নিরব ইসলাম মিলন, সোনার বাংলা যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান মুক্তা প্রমুখ।
আয়োজক সংগঠনের সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান উজ্জল, আলহাজ্ব মো. আব্দুল মোতালেব সরকার, আলহাজ্ব মো. আকাব্বর আলী, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম শামীম, সহ-সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসাইন, ধর্ম সম্পাদক হাফেজ মাওলানা মো. আলী হোসাইন, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনার বাংলা যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান মুক্তা।
অনুষ্ঠানের শুরুতে এলাকার সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনকারী প্রয়াত ব্যক্তি আমিনুল ইসলাম তারা, বাহাজ উদ্দিন সরকার, পল্লী চিকিৎসক ইছাহাক আলী, সমাজসেবক আব্বাছ আলী, বিশিষ্ট দানবীর নছিম উদ্দিন ব্যাপারী, সাবেক ইমাম মো. ইদ্রিস আলী মুন্সী ও নইম উদ্দিন মুন্সীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ওইসময় রামকৃষ্ণপুর যুব কল্যাণ সংঘের অন্যান্য কর্মকর্তা-সদস্যগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ-নাত পরিবেশন করা হয়।