শেরপুরে বিষপানে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২১

স্টাফ রিপোর্টার : শেরপুরে বিষপানে সবুজা বেগম (৫৯) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৭ মে সোমবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ৬নং চরে ওই ঘটনা ঘটে। সবুজা বেগম স্থানীয় চাঁন মিয়ার স্ত্রী। বৃদ্ধা সবুজা বেগম মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে বিষপান করেন বৃদ্ধা সবুজা বেগম। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।