নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ র্যাবের হাতে ২ যুবক গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২১ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ৪ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪’র আভিযানিক দল। ১৭ মে সোমবার বিকেলে উপজেলার পোড়াগাঁও গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে স্থানীয় মৃত আব্দুল আজিজের ছেলে মো. শামীম মিয়া ও মো. জমশেদ আলীর ছেলে মো. সানোয়ার হোসেন (২৩)। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সোয়া ৫টার দিকে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) এমএম সবুজ রানার নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও গ্রামস্থ ফুটবল খেলার মাঠের দক্ষিণ পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান চালায়। ওইসময় শামীম ও সানোয়ারকে ৪ বোতল মদ ও দুইটি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে ওই ঘটনায় তাদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) এমএম সবুজ রানা জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। Related posts:শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণঝিনাইগাতীতে যোগদান করলেন নবাগত ইউএনও ফারুক আল মাসুদশেরপুরে নানা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত Post Views: ১৫৫ SHARES শেরপুর বিষয়: