ইসলামপরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মে ২০, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরে ইসলামপুরে বজ্রপাতে ছয়জনের মৃত্যর ঘটনা ঘটেছে। বিকেলে প্রচন্ড ঝড়ের সময় বজ্রপাত ঘটলে তাদের মৃত্যু হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন ইসলামপুর হাসপাতালেে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ইসরাত জাহান চৌধুরী। জানা গেছে বিকেল সাড়ে চারটার দিকে পশ্চিম দিক থেকে প্রচন্ড বেগে ঝড় শুরু হয়। এ সময় মাঠে কাজ করার সময় তাদের উপর বজ্রপাত ঘটলো তারা নিহত হয়। নিহতদের মধ্যে পার্থশী ইউনিয়নের পশ্চিম গামারিয়া গ্রামের আহসান আলীর পুত্র কালা (৩৫). জুব্বার খানের পুত্র এনামুল হক (৪০). বাইলে মিয়া পুত্র শাহজামাল (৪৫), পলবান্ধা ইউনিয়নের বাটিকিমারী গ্রামের কদ্দুছের পুত্র জবেদ আলী (৬৫). গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুরের আখের আলীে পুত্র মহিজল (৫৫) ও প্রজাপতিচরের কদ্দুছ মোল্লার পুত্র বিল্লাল হোসেন (৩৫)। এদের মধ্যে চারজনকে ইসলামপুর হাসপাতালে আনা হলে ইসলামপুর হাসপাতালেে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ইসরাত জাহান চৌধুরী তাদেরকে মৃত ঘোষণা করেন। এদিকে ঝড়ের পর থেকে জামালপুর জেলা সদরসহ উপজেলা সদরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বহু গাছ উপড়ে পড়েছে। এছাড়াও বজ্রপাতের সময় বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়েছে। Related posts:‘সকল ধর্ম মানবতা ও সুন্দরের কথা বলে’বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১০জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Post Views: ১৭৯ SHARES সারা বাংলা বিষয়: