রোজিনা ইসলামের মুক্তি দাবিতে জামালপুর প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, মে ২০, ২০২১

জামালপুর প্রতিনিধি : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ের কক্ষে আটকে রেখে হেনস্থা ও মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছেন জামালপুর প্রেসক্লাব।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংবাদের জেলা প্রতিনিধি সুশান্ত কুমার দেব কানু, কালেরকষ্ঠ জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজু, সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, সমকাল জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, সচেতনকষ্ঠের সম্পাদক বজলুর রহমান, ইত্তেফাক জেলা প্রতিনিধি এসএম আব্দুল হালিম দুলাল, প্রথম আলোর জামালপুর প্রতিনিধি আব্দুল আজিজ, বাংলাভিশনের জেলা প্রতিনিধি জুলফিকার মোঃ জাহিদ হাবিব, মাচরাঙা টেলিভিশনের সাংবাদিক প্রভাষক মাহফুজুর রহমান, দেশটিভির জেলা প্রতিনিধি সাঈদ পারভেজ তুহিন, এড. লিল্টু ভোমিক দুলু, সাংবাদিক মঞ্জুরুল হক প্রমুখ।
জামালপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক লুৎফর রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানী করা হয়েছে সে লক্ষে তার পরিবারকে সরকারের পক্ষ থেকে ১০ লাখ টাকার ক্ষতিপুরন দেয়ার দাবি জানান।
সভাপতি হাফিজ রায়হান সাদা তার বক্তব্যে বলেন, দেশ এখন ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। তারপরও সেই পুরনো দিনের আইনেই দেশ চলছে। অনুষ্ঠানে বক্তারা পুরনো দিনের আইন বাতিল করার আহ্বান জানানো হয়।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। সমাবেশ চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। অনুষ্ঠানে জামালপুর প্রেসক্লাবের সদস্য/সহযোগী সদস্য, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রা মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।