শেরপুরে জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের ঝিনাইগাতী উপ কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ২২, ২০২১

স্টাফ রিপোর্টার ॥ করোনাজনিত পরিস্থিতির কারণে ঘরোয়া পরিবেশে শেরপুরে জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৩২৭৭) এর আওয়াতাধীন ঝিনাইগাতী থানা উপ-কমিটির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
২১ মে শুক্রবার রাতে শহরের গোপালবাড়ীস্থ জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে শপথ গ্রহণ করেন নব-নির্বাচিত ঝিনাইগাতী থানা উপ-কমিটির সভাপতি মোঃ সিরাজুল করিম, সহ-সভাপতি আবু সিদ্দিক আকন্দ, সম্পাদক হানিফ উদ্দিন ফকির, সহ-সম্পাদক শ্রী ব্রজেন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ ইন্তাজ আলী ওরফে আইজ উদ্দিন, প্রচার সম্পাদক সৈয়দুর রহমান, দপ্তর সম্পাদক নূও মোহাম্মদ, কার্যকরি সদস্য মোঃ আব্দুল মান্নান। শপথ পাঠ করার সংগঠনের জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা।
শপথ অনুষ্ঠানে জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি ফারুক আহম্মেদ, সহসভাপতি বাদশা মিয়া সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, সহ-সাধারণ সম্পাদক আবুল হাশেম, দপ্তর সম্পাদক আঃ হামিদ, প্রচার সম্পাদক আবুল কালাম সরকার, উপদেষ্টা রুকুনুজ্জামান রঞ্জু, বাংলাদেশ সংযুক্ত বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি ফখরুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা বলেন, করোনাকালীন সময়ে আমাদের শ্রমিকরা জীবনের ঝুকি নিয়ে পণ্য পরিবরণ করছে। এছাড়া এই মহামারি সময়ে অনেক শ্রমিক বেকার রয়েছে। আমরা এসব শ্রমিকের জন্য সরকারি ভাবে সহয়তা কামনা করি। করোনা পরিস্থিতির কারনে আমরা সংগঠনের নিয়ম অনুযায়ী উপ কমিটি অনুমোদন দিয়েছি। এবং ঘরোয়া পরিবেশে শপথ বাক্যপাঠ করানোর ব্যবস্থা করেছি।
তিনি সদ্য শপথগ্রহণকারী ঝিনাইগাতী থানা উপ-কমিটির নেতৃবৃন্দদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। সেইসাথে যেকোন সমস্যা সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করার নির্দেশ দেন।


অনুষ্ঠানে সংগঠনে সাবেক সভাপতি মরহুম সেলিম রেজা, খন্দকার মজিবর রহমানসহ নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।
শপথ অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত ঝিনাইগাতী থানা উপ-কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পয়েন্টে কাজ করা শ্রমিকদের মাঝে সংগঠনের সভাপতি মোঃ আরিফ রেজার নিজ তহবিল থেকে পাঞ্চাবি ও শাড়ি উপহার প্রদান করা হয়।