আশুগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত, নিহতের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায়

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, মে ২২, ২০২১

শ্যামলীনিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় লবণ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে আশুগঞ্জ-আখাউড়া ফোরলেন সড়কের নির্মাণ শ্রমিক দুলাল মিয়া (৩৪) নিহত হয়েছেন। ২১ মে শুক্রবার বিকেলে উপজেলার সোনারামপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দুলাল মিয়া শেরপুর জেলার শ্রীবরদী থানার টাংগারপাড়া এলাকার মৃত সেরু মিয়ার ছেলে। তিনি আশুগঞ্জ-আখাউড়া ফোরলেনের কাজে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাহমুদ জানান, বিকালে ঢাকা থেকে আসা একটি লবন বোঝাই ট্রাক সামনে থাকা একটি মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এসময় ব্রিজের নিচে ফোর লেনের কাজ করতে থাকা দুলাল মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে সড়িয়ে নিহত দুলাল মিয়াকে উদ্ধার করা হয়। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন।