শেরপুরে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন-স্মারকলিপি পেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, মে ২৩, ২০২১ স্টাফ রিপোর্টার : মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৭ দফা দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৩ মে রবিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা শাখার সভাপতি রেজাউল করিম, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষক মাওলানা মো. মোরশেদ আলী, আব্দুল্লাহ আল মামুন, ইব্রাহিম আলী, জাকির হোসেন, সোলায়মান হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৪ সালে সরকারের জারি করা পরিপত্রে রেজিস্টার বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। ২০১৩ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণ করলেও এবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করেনি। দীর্ঘ ২৯ বছর ধরে মাদ্রাসা শিক্ষকরা বেতন-ভাতা থেকে বঞ্চিত হয়ে পরিবারসহ মানবেতর জীবনযাপন করছেন। বক্তারা মাদ্রাসা জাতীয়করণ, শিক্ষকদের পিটিআই প্রশিক্ষণ, আসবাবপত্র সরবরাহ, অফিস সহকারী নিয়োগসহ ৭ দফা দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন শিক্ষক নেতৃবৃন্দ। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়ালীউল হাসান। Related posts:বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে ১ম শ্রেণির ঠিকাদার লাইসেন্স পেলেন শেরপুরের গণমাধ্যম কর্মী রাজুঝিনাইগাতীতে মাইক্রোবাস ভর্তি ভারতীয় চোরাই পণ্যসহ আটক ৩শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত Post Views: ১৫০ SHARES শেরপুর বিষয়: