শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২১ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পুলিশের মাসিক ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট রবিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী। ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী-সার্কেল) আফরোজা নাজনীন, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, ক্রাইম ইন্সপেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সকল থানার অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে জনগণকে সচেতন করা, গ্রেফতারি পরোয়ানা তামিল, গত মাসে রুজুকৃত মামলাসমূহ কেইস টু কেইস বিশ্লেষণ, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি করাসহ তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ সুপার সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারগণ এবং সহকারী পুলিশ সুপারসহ অফিসার ইনচার্জগণ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)-গণকে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। Related posts:শেরপুরে কুড়ার মিলের গোডাউনে ভয়াবহ আগুনশেরপুরে ‘১৩৯ তম গাঙচিল লেখক আড্ডা’ অনুষ্ঠিতঝিনাইগাতীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ ফাইনাল খেলায় নলকুড়া বিজয়ী Post Views: ২১২ SHARES শেরপুর বিষয়: