নকলার হাসান নালিতাবাড়ী গণগ্রন্থাগারের পাঠ প্রতিযোগিতায় প্রথম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২৫ নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আজিমুন নেছা তামিজ উদ্দিন স্মৃতি গণগ্রন্থাগারের আয়োজনে দক্ষতার সহিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক রচনা ও উপস্থিত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রসাশন ও ঐক্যবদ্ধ ছাত্র সংগঠনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় ঐতিহাসিক নকলা প্রেসক্লাবের সহযোগী সদস্য পেশাদার ভয়েজার ও ভিডিও এডিটর সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থী তরুন সাংবাদিক হাসান মিয়া প্রথম স্থান অধিকার করে। সোমবার গণগ্রন্থাগারটির সামনে ‘বই পড়ি প্রযুক্তি আসক্তি রোধ করি, বই পড়ি জ্ঞানভিত্তিক সমাজ গড়ি-এই প্রতিপাদ্যকে ধারন করে দিনব্যাপি প্রতিযোগিতা চলে। এতে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন সরকারি নাজমুল স্মৃতি কলেজের শিক্ষার্থী আলামিন ও তৃতীয় স্থান অর্জন করেন ময়মনসিংহের নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আবু রাসেল। প্রতিযোগিতা শেষে এদিন বিকেলে একই স্থানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজিমুন নেছা তামিজ উদ্দিন স্মৃতি গণগ্রন্থাগার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল আলীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি উপস্থিত ছিলেন। স্থানীয় শিক্ষানুরাগী শাহিন আলমের সঞ্চালনায় প্রতিযোগতায় বিচারকের দায়িত্ব পালন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর নালিতাবাড়ী শাখার সহ-সভাপতি মো. মশিউর রহমান মুছা ও বন্ধু ফাউন্ডেশনের জেলা ব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান। সবশেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সনদপত্রসহ সেরা পুরষ্কার হিসেবে বিভিন্ন উপহার সামগ্রী তুলেদেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিযোগী শিক্ষার্থীসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে ছাত্রলীগের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রেশেরপুরে ছাত্র-জনতার তোপের মুখে হাসপাতাল ছেড়ে পালালেন তত্ত্বাবধায়কশ্রীবরদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন Post Views: ৫১ SHARES শেরপুর বিষয়: