ডিএমপি’র যুগ্ম কমিশনার (ক্রাইম) আনিসুর রহমানকে বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মে ২৯, ২০২১

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের সাবেক সংসদ সদস্য, সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক প্রকাশক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর হাজবেন্ড ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মোঃ আনিসুর রহমানের শেরপুরে আগমন উপলক্ষে শেরপুর জেলা বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের (রেজিঃ ঢাকা ৪২৪৫) পক্ষ হতে শুভেচ্ছা জানানো হয়েছে।
২৯ মে শনিবার শহরের ঢাকলহাটীস্থ সাবেক এমপি শ্যামলীর বাস ভবনে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আকাসুর রহমান আকাশ। ওইসময় জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা উপস্থিত ছিলেন।

জানা যায়, আনিসুর রহমান ২ মে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে রবিবার পদোন্নতি পান। তিনি পদোন্নতি পাওয়ার পর প্রথম শেরপুরে আগমন উপলক্ষে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।
আনিসুর রহমান পুলিশ সুপার হিসেবে শেরপুর, নোয়াখালী, যশোর, নারায়নগঞ্জ ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) তেজগাঁও বিভাগ এবং ডিসি (সদর দপ্তর) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) হিসেবে দায়িত্বে আছেন।