যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, মে ৩০, ২০২১ জামালপুর প্রতিনিধি : যমুনা সার কারখনায় ইউরিয়া প্লান্টের যান্ত্রিক ত্রুটির কারণে নিয়মিত উৎপাদন বন্ধ রয়েছে। ২৯ মে শনিবার রাত ৯টার ইউরিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। জানা গেছে, ত্রুটি মেরামত করে কারখানাটি দ্রুত উৎপাদনে যেতে না পারলে বার্ষিক উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা কষ্টকর হবে। যমুনা সার কারখানার জিএম অপারেশন অশ্বিনী কুমার মুঠোফোনে জানান, ইউরিয়া প্লান্টের যান্ত্রিক ত্রুটির কারণে রাত ৯টার দিকে কারখানার নিয়মিত উৎপাদন সাময়িক বন্ধ হয়ে পড়ে। এক প্রশ্নের জবাবে তিনি দ্রুত সময়ে ত্রুটি মেরামত করে কারখানার নিয়মিত উৎপাদন চালু রাখার আশাবাদ ব্যক্ত করেন। কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুদীপ মজুমদার-এর সাথে মুঠোফোনে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি সাঁড়া দেননি। Related posts:ফুলপুরে পুলিশের কম্বল বিতরণঐতিহাসিক সূর্যদী গণহত্যা দিবস পালিতময়মনসিংহ রেঞ্জের সেরা পুলিশ কর্মকর্তারা পুরস্কৃত Post Views: ২১২ SHARES সারা বাংলা বিষয়: