জামালপুরে ডলার প্রতারক চক্রের ২ সদস্য আটক

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, মে ২৮, ২০২১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ডলার প্রতারক চক্রের এক নারীসহ দুই সদস্যকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
২৭ মে বৃহস্পতিবার বকশীগঞ্জ থানা পুলিশের এসআই শরিফ আহাম্মেদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে পৌর এলাকার বড়ইতারী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হল বকশীগঞ্জ পৌর এলাকার বড়ইতারী গ্রামের মেহের আলী ছেলে সোলায়মান হক (৪০) ও পশ্চিমপাড়া গ্রামের মোফাজ্জল হকের স্ত্রী সখিনা বেগম (৫০)।
বকশীগঞ্জ থানার উপ পরিদর্শক আবু শরিফ জানান, কুষ্টিয়া জেলার এক ব্যবসাযীর সাথে পরিচয় হয় এই প্রতারকদের। পরে ডালারের লোভ দেখিয়ে ডেকে এনে মারধর করে টাকা পয়সা সবকিছু কেড়ে নেয়।
পরে থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।