নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের কোন ছাড় দেওয়া হবে না : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদ বলেছেন, নকলা ও নালিতাবাড়ী উপজেলার ইউপি নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। কেন্দ্রে কাউকেই কোন ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। কেউ যদি কোন কেন্দ্রে বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, তাহলে সেটি ভুলে যান। বিশৃঙ্খলাকারীদের কোন ছাড় দেওয়া হবে না। ২৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিআইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদ। তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। সেটি বাস্তবায়নে যা যা করণীয় ইতিমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সেসব নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুল রেজা বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদ, ময়মনসিংহ বিভাগের বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. মাহমুদুর রহমান পিএসসি, র্যাব-১৪’র অধিনায়ক উইং কমান্ডার মো. রুকুনুজ্জামান, শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এবং ময়মনসিংহ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক নূরে আলম সিদ্দিকী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক দেবাশীষ সাহা রায়, দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। সভায় প্রার্থীরা ভোট কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ টিম বাড়ানোর দাবি জানান এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। Related posts:শেরপুরের আদালতে পিপি-জিপিসহ ৩১ আইন কর্মকর্তা নিয়োগশেরপুরে যুবকের লাশ উদ্ধার, গ্রেফতার ১শেরপুরে প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের ৫০তম জন্মদিন পালিত Post Views: ২০১ SHARES শেরপুর বিষয়: