নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে বাদশা-লেবুর মতবিনিময় অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, জুন ১, ২০২১ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে এবার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ আলহাজ বদিউজ্জামান বাদশা ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু। ৩১ মে সোমবার দুপুরে নালিতাবাড়ী প্রেসক্লাবের হলরুমে আয়োজিত ওই মতবিনিময় সভায় বাদশা ও লেবু ঐক্য হওয়ার বিস্তারিত তুলে ধরা হয়। মতবিনিময় সভায় বদিউজ্জামান বাদশা বলেন, আজ সব জায়গায় বিভাজন। প্রত্যেকটা জায়গায় দলাদলি। ভূমিপুত্র ও কন্যার প্রয়োজনীয়তা রয়েছে সব জায়গায়। ১৯৯১ সালে যদি আমরা মোনাফেকি করতাম তাহলে আজ আমাদের এই অবস্থা হয় না। সেদিন আমরা রাজনৈতিকভাবে সততার পরিচয় দিয়েছিলাম কিন্তু তিনি তা রক্ষা করেননি। আমরা নালিতাবাড়ীর মানুষের মঙ্গলের জন্য, ভালোর জন্য আজ ঐক্য করেছি। সামাজিক ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠিত করবো। আমরা কাউকে হটানোর জন্য, কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য ঐক্যবদ্ধ হয়নি। তিনি বলেন, নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। জনতার চাপে, জনতার দাবিতে, জনতার আকংঙ্খার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। তাই নিয়মতান্ত্রিকভাবে আগামি উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠিত হবে। আগামি সম্মেলনে লেবুর নেতৃত্বে নালিতাবাড়ীতে আওয়ামী লীগ পরিচালিত হবে। এই ঐক্য মারামারির জন্য নয়, সন্ত্রাসের জন্য নয়, চাঁদাবাজির জন্য নয়, নালিতাবাড়ীর মানুষের বৃহত্তর স্বার্থে এই ঐক্য। বাদশা বলেন, মাদক আজ ছড়িয়ে গেছে। মাদক ধ্বংস করে দিচ্ছে সব। মাদক থেকেই বাবা মায়ের উপর অত্যাচার, পাবলিকের উপর অত্যাচার, মাদক থেকেই রাজনৈতিক নেতৃত্বে বিশৃংখলা। এসব কিছুর উৎপত্তিস্থল মাদক। তাই মাদকের ব্যাপারে কঠোর ভূমিকা নেওয়ার জন্য তিনি প্রশাসনকে অনুরোধ করেন। মোকছেদুর রহমান লেবু বলেন, আওয়ামী লীগ করে আমরা অতীতে বহু জেল-জুলুম অত্যাচার সহ্য করেছি। সংগ্রামী যে নেতাদের মঞ্চে নিয়ে অতীতে নালিতাবাড়ীতে যিনি বক্তব্যে বলেছিলেন যে, আমার লাশ নালিতাবাড়ীর মাটিতে দাফন করা হবে। আজ আমি কোথায়? ত্যাগী ওইসব নেতাদের অবস্থান কোথায়? তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতা আজ আর নেই। তাই আজ আমরা যদি হারিয়ে যাই নালিতাবাড়ীর মানুষ হবে নেতৃত্বশূন্য। এতো ত্যাগ-তিতীক্ষার পরও আমাদের কোনো মূল্যায়ন হয়নি। আওয়ামী লীগের আমলেই আজ আমরা অসহায়ত্বের মতো আছি। আমরা সন্ত্রাসের কাছে জিম্মি হয়ে যাচ্ছি। মাদকসেবীরা আজ নালিতাবাড়ীকে স্তব্দ করে দিতে চাচ্ছে। মাদক ও অপ রাজনীতি নির্মূল করতে আমরা শপথ নিয়েছি। আমাদের এই ঐক্যে সর্ব শ্রেণির মানুষ খুশি হয়েছে। আলোচনা শেষে বাদশা ও লেবু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মাদক সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাদশা সাংবাদিকদের বলেন, ডোপ টেস্টের মাধ্যমে জন প্রতিনিধি করা প্রয়োজন। ঐক্যের নিশ্চয়তার প্রশ্নের জবাবে বলেন, এই ঐক্য ভাঙবে না কোনোদিন। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাবেক নেতা গোপাল সাহা, আতিকুর রহমান মানিক, দেলোয়ার হোসেন রিপন, কেয়া নকরেক, হারুন অর রশিদ, সাব্বির আহমেদ, সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সঞ্চালনা করেন নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস আসাদুজ্জামান সোহেল। Related posts:শ্রীবরদীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়শেরপুরে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যুনালিতাবাড়ীতে নৌকার সমর্থনে ওয়ার্কার্স পার্টির নির্বাচনী সভা Post Views: ১৫১ SHARES শেরপুর বিষয়: