শেরপুরের নতুন জেলা প্রশাসক মোমিনুর রশিদ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, জুন ১, ২০২১ জেলা প্রশাসক আনার কলি মাহবুবকে অর্থ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. মোমিনুর রশীদকে। তিনি এর আগে ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার (উপ-সচিব) হিসেবে দায়িত্বরত ছিলেন। এদিকে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুবকে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বদলি করা হয়েছে। ৩১ মে সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব শাহিন আরা বেগম ও উপ-সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সাক্ষরিত পৃথক পত্রে জারিকৃত এক প্রজ্ঞাপনে ওই আদেশ দেওয়া হয়। সূত্র জানিয়েছে, খুব শীঘ্রই বদলিমূলে তারা দুজনই নতুন কর্মস্থলে যোগদান করবেন। জানা যায়, রংপুরের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জেলা প্রশাসক আনার কলি মাহবুব ২০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ২০১৮ সালের ৯ আগস্ট শেরপুরে জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। এর আগে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ প্রায় পৌণে তিন বছর শেরপুরে দায়িত্ব পালন করে তিনি একজন চৌকস, পরিচ্ছন্ন ও জনবান্ধব প্রশাসক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। আর নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া সাতক্ষীরার সন্তান মো. মোমিনুর রশিদ ২৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি সর্বশেষ ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার (উপ-সচিব) হিসেবে দায়িত্বরত ছিলেন। সেখানে তিনি অনলাইন ভূমি জরিপ সফটওয়্যার-এর মাধ্যমে ভূমি জরিপ সম্পন্নকরণের জন্য ‘ই-গভর্নেন্স (নাগরিক সেবায় বিশেষ অবদান)’ ক্যাটাগরিতে ‘জাতীয় আইসিটি অ্যাওয়ার্ড-২০২০’ পুরস্কার লাভ করেন। এর আগেও তিনি ‘অনলাইন ভূমি জরিপ ব্যবস্থাপনা’-এর জন্য ভূমি মন্ত্রণালয়ের ‘উদ্ভাবনী পুরস্কার ২০১৯-২০’ লাভ করেন। এদিকে শেরপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদকে অভিনন্দনসহ স্বাগত জানিয়েছেন শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। Related posts:নালিতাবাড়ীতে উপজেলা চেয়ারম্যান ও মেয়রের সামনে ছাত্রলীগ নেতার উপর হামলাঝিনাইগাতীতে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে র্যালীমা-বাবাকে হারিয়ে শেখ হাসিনার সাথে জনগণের কল্যাণে কাজ করতে নেমেছি ॥ মতিয়া চৌধুরী Post Views: ৩৯২ SHARES শেরপুর বিষয়: