সুখবর জানাবেন শবনম ফারিয়া অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১ বিনোদন প্রতিবেদক : দেশের ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর সম্প্রতি নতুন নাটকে অভিনয় করলেন শবনম ফারিয়া। কাজটির খোঁজ নিতে তার সঙ্গে যোগাযোগ করা হলে ফারিয়া জানালেন, শিগগিরই নতুন একটি ‘সুখবর’ জানাবেন তিনি। কি সেই সুখবর? জানতে চাইলে ফারিয়া সমকালকে বলেন, ‘এখনই নয়। কিছুদিন ধৈর্য্য ধরুন। আপাতত জানানোর মতো কিছু নেই। সব ঠিক হয়ে এলে একসঙ্গে সবাইকেই জানাবো।’ ফারিয়া সম্প্রতি যে নাটকটির শুটিং করলেন তার নাম ‘ভুল সময় কিংবা সময়ের ভুল’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ফারিয়া জানালেন, ঈদুল আজহার জন্য নির্মিত হয়েছে নাটকটি। এটি পরিচালনা করেছেন অভ্র মাহমুদ। নাটকটির গল্প ও চিত্রনাট্য করেছেন শাজাহান সৌরভ। এতে আরও অভিনয় করেছেন, মিলি বাশার, রায়হান রোমিও প্রমুখ। চাকরির পাশাপাশি অভিনয় করছেন কিভাবে জানতে চাইলে শবনব ফারিয়া সমকালকে বলেন, ‘আমি আগেই বলেছি চাকরি অভিনয় দুটোই চলবে। আশা করি কোনোটিরই কাজে কোনো ব্যাঘাত ঘটবে না।’ টিভি নাটকে দীর্ঘদিনের ক্যারিয়ার ফারিয়ার। তবে ২০১৮ সালে জয়া আহসানের সঙ্গে ‘দেবী’ চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। দর্শকপ্রিয় অভিনয়ের জন্য বিভিন্ন সময় মেরিল প্রথম আলো, বাচসাস পুরস্কারসহ ক্যারিয়ারে একাধিক পুরস্কার লাভ করেন শবনম ফারিয়া। সর্বশেষ শবনম ফারিয়া অমিতাভ রেজার ছবি ‘মুন্সিগিরি’তে অভিনয় করেছেন। Related posts:মিলে গেলেন রাজ-পরীমণিআশীর্বাদ সিনেমার নায়িকা মাহিচিত্রনায়িকা মাহিয়া মাহি নতুন সংসারে দুই সন্তানের মা Post Views: ২২২ SHARES বিনোদন বিষয়: