বাংলাদেশ কারো দয়া বা দানের নয় : তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুুরাদ হাসান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯ জামালপুর প্রতিনিধি : সরকারের তথ্য মন্ত্রানালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান এমপি বলেছেন, ৩০ লাখ শহীদের এক সাগর রক্তের বিনিময়ে যুদ্ধ করে পাকিস্থানীদের পরাজিত করে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন করেছেন। তিনিই বাঙ্গালী জাতির পিতা, জাতির জনক, এটাই আইন এবং সংবিধান, এটা ইতিহাস এটা বাস্তব, এটা সত্য। এ দেশ কারো দয়া বা দানের বাংলাদেশ নয়, আমরা বিজয়ী বীর বাঙ্গালী জাতি। আগে এ পরিচয় ও ঠিকানা ছিল না, এ পরিচিতি এনে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। এ ইতিহাস ভুলে গেলে চলবে না। বেঈমানের মত কথা যেন না বলি। জাতির পিতার পুরো নাম (বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান) না বললে জাতির পিতার কিছু হবে না, আপনি নিজে নিজেকে বেঈমান হিসেবে পরিচিত হবেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে ষ্টেশন সংলগ্ন সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের ভিক্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এসব কথা বলেন। অনুষ্ঠানটি গনপূর্ত অধিদপ্তর জামালপুরের বাস্তবায়নে ইসলামীক ফাউন্ডেশনের সহযোগীতায় অনুষ্ঠিত হয়েছে। তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেশ স্বাধীনের পর প্রথম মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, জাতীয় মসজিদ বায়তুল মোকারম, টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার জায়গা বরাদ্দ দিয়ে এসব প্রতিষ্ঠা করেছেন। এ ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারা দেশে ৫৬০টি উপজেলা মডেল মসজিদ নির্মান কাজ শুরু করেছেন। যার ব্যায় ধরা হয়েছে প্রায় হাজার কোটি টাকা। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, গনপূর্ত অধিদপ্তর জামালপুরের নির্বাহী প্রকৌশলী মোবারক হোসেন, ইসলামীক ফাউন্ডেশনের উপ পরিচালক আব্দুর রাজ্জাক বাবলু, উপজেলা মডেল মসজিদের জন্য ৪৪ শতাংশ জমি দাতা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক কামরাবাদ ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান এলিন, সরিষাবাড়ী পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নাজমুল হুদা প্রমুখ। পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক। অনুষ্ঠানে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ইমাম-উলামা গনসহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে প্রায় ১২ কোটি টাকা ব্যায় হবে। ইসলাম ব্রাদার্স লিঃ ও তরফদার ট্রেড কর্পোরেশন এ ঠিকাদারী প্রতিষ্ঠান যৌথভাবে ২০২০ সালের ডিসেম্বর মাসে মডেল মসজিদ নির্মান কাজ শেষ করবে বলে জানা গেছে। Related posts:মাদরাসাছাত্রকে বলাৎকার করে ধরা খেল শিক্ষকহাফসা ও রাসেলের পাশে ডিসি, তারাও দিলেন প্রতিশ্রুতিশেরপুরে নকলায় হানাদার মুক্ত দিবস পালিত Post Views: ২২৭ SHARES সারা বাংলা বিষয়: