শেরপুরে কালেক্টরেটের বিভিন্ন শাখা পরিদর্শন করলেন নবাগত ডিসি মোমিনুর রশীদ

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১

স্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা কালেক্টরেটের বিভিন্ন শাখা পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ২৩ জুন বুধবার জেলা প্রশাসক তার প্রথম পূর্ণ দিবসে ওই পরিদর্শন করেন। ওইসময় তিনি বিভিন্ন শাখার প্রয়োজনীয় সংস্কার এবং উন্নয়নের জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, সহকারী কমিশনার সাদিক আল সাফিন, জেলা প্রশাসকের সিএ মেহেদি হাসানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।