ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ॥ প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কৌশলে হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. আমজাদ হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ২৫ জুন শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর বাজারের দিঘীরপাড় (ব্রিজপাড়) এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার আমজাদ হোসেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাদুয়া দামারহাট এলাকার হাবিবুর রহমানের ছেলে। শনিবার দুপুরে আমজাদকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আমজাদ হোসেন গত ৭ দিনে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন বিকাশ ও নগদ এর এজেন্ট দোকান থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সরকারি উপবৃত্তির টাকা বিকাশ ও নগদ একাউন্টের পাসওয়ার্ড ও পিন নাম্বার হ্যাক করে কৌশলে হাতিয়ে নিচ্ছিল আমজাদ হোসেনসহ একটি চক্র। শুক্রবার সন্ধ্যায় গ্রেফতারকৃত আমজাদ হোসেন হ্যাক করে হাতিয়ে নেওয়া টাকা উপজেলার দিঘীরপাড় এলাকায় জনৈক শাহীন মিয়ার দোকানে ক্যাশ আউট করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ওইসময় তার হেফাজত থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া উপবৃত্তির ২১ হাজার ৮শ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। ওই মামলায় শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।