ঝিনাইগাতীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে রক্তাক্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২২ শেরপুরের ঝিনাইগাতীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে সুমন মিয়া (২২) নামে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ। ১১ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় উপজেলার কুচনীপাড়া বাজারে ওই ঘটনা ঘটে। গুরুতর আহত সুমন মাথাসহ শরীরে রক্তাক্ত ক্ষত নিয়ে জেলা সদর হাসপাতালে কাতরাচ্ছে। সুমন স্থানীয় আলহাজ্ব মো. মোবারক আলীর ছেলে ও বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. মোশারফ হোসেনের ভাতিজা। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই ঘটনায় কোন মামলা হয়নি। জানা যায়, ১১ ডিসেম্বর বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কুচনীপাড়া এলাকার কৃষক ও ব্যবসায়ী আলহাজ্ব মো. মোবারক আলীর ছেলে শামীমের সাথে খেলার মাঠে কথা কাটাকাটি ও বাগবিতন্ডায় জড়ায় স্থানীয় গোলাম মোস্তফা (৪০), আলাউদ্দিন (৪৫) ও রাজু মিয়া (২০)সহ কয়েকজন। এরপর সন্ধ্যা ৬টার দিকে শামীমের ছোটভাই সুমন কুচনীপাড়া বাজারে হযরত আলীর দোকানে বসে টেলিভিশন দেখতে থাকলে গোলাম মোস্তফা ও আলাউদ্দিন তাকে দোকান থেকে ডেকে বের করে। ওই অবস্থায় সুমন দোকান থেকে বের হওয়ামাত্রই সে কোনকিছু বুঝে ওঠার আগেই রাজু, হৃদয় (২১), রনি (২০), আজিত (২৩), নাইম (২২), এবাদুল (২৪) ও মাহমুদুল (২০)সহ ১৪/১৫ জনের একদল যুবক দা ও লাঠিসোটা নিয়ে তাকে এলোপাথারীভাবে বেধরক পিটাতে থাকে। ওই অবস্থায় সে ডাক-চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন দৌড়ে গিয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। পরে তাকে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আহত সুমনের ভাই শামীম সোমবার সন্ধ্যায় স্থানীয় গণমাধ্যমকে জানান, মোস্তফা, আলাল ও রাজু গংরা এলাকায় সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সামান্য তর্কাতর্কির জের ধরে আমার ছোটভাইয়ের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। বর্তমানে সে জেলা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, ওই ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। Related posts:শেরপুরে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভপায়ে লিখে ঢাবির ভর্তিযুদ্ধে নেমেছে শেরপুরের সেই সুরাইয়াশেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Post Views: ১৪৩ SHARES শেরপুর বিষয়: