ঈদের নাটকে মোশাররফের সঙ্গে জুটি বাঁধলেন চিত্রনায়িকা তানহা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১ অনলাইন ডেস্ক : দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ব্যস্ত সময় পার করছেন আসছে ঈদের নাটকের শুটিংয়ে। অন্যদিকে চিত্রনায়িকা তানহা তাসনিয়া চলচ্চিত্রের পাশাপাশি বিশেষ দিবসে গল্পনির্ভর নাটকে অভিনয় করেন। প্রথমবারের মতো তানহাকে দেখা যাবে মোশাররফ করিমের বিপরীতে। ঈদের জন্য নির্মিত ‘বউ ভীষণ পাওয়ারফুল’ নাটকে জুটি হয়ে অভিনয় করছেন তারা। এটি নির্মাণ করেছেন তাইফুর জাহান আশিক। সোম ও মঙ্গলবার রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্য ধারণ হয়। জানা গেছে, আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। তানহা তাসনিয়া বলেন, মোশাররফ ভাই একজন জাত অভিনেতা। তার অভিনয়ের তুলনা হয় না। তার সঙ্গে প্রথম কাজ হলেও প্রথম মনে হয়নি। তিনি কাজে অনেক হেল্প করেছেন। তার কাছে অনেককিছু শেখার আছে। নাটকে তার স্ত্রী চরিত্রে দেখা যাবে। গল্পটি স্বামীর ক্ষেত্রে বউয়ের ডমিনেটিং দেখানো হয়েছে। দর্শকদের নাটকটি ভালো লাগবে। Related posts:১৯ বছর পর মডেল তিন্নি হত্যার রায় আজএকই ওয়েব সিরিজে মালাইকা, তার প্রাক্তন স্বামী ও বর্তমান প্রেমিকফের ক্যানসারে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী Post Views: ১৯১ SHARES বিনোদন বিষয়: