শেরপুরে বিপৎসীমার ওপরে ভোগাই নদীর পানি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২১ শ্যামলীনিউজ ডেস্ক ॥ চারদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের মহারশী, চেল্লাখালী, ভোগাই নদী ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়েছে। ইতোমধ্যে ভোগাই নদীর পানি বেড়ে নালিতাবাড়ী পয়েন্টে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর পানির স্রোতে শহররক্ষা বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে প্রবেশ করায় পানিবন্দি হয়ে পড়েছে উপজেলার পাঁচ শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, শেরপুরের ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৪৪৫ সেন্টিমিটার ও চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন জানিয়েছেন, পানিবন্দি পরিবারের জন্য আজ সকালে শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। দ্রুত পানি নেমে গেলে বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ জানান, উপজেলা পরিষদ চত্বর ও সদর বাজারের পানি নেমে যাওয়ার পাশাপাশি উজানের পানি কমে এসেছে। তবে ভাটি এলাকার কিছু গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। ক্ষয়ক্ষতির পুরো বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। Related posts:তীব্র শীত আর ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্তঝিনাইগাতীতে আইএসপিপি-যত্ন প্রকল্পের নগদ অর্থ বিতরণনকলায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা Post Views: ১৬১ SHARES শেরপুর বিষয়: