জামালপুরে করোনায় আক্রান্ত আরও ৫৮ জন, এক নারীর মৃত্যু

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ২৪ ঘন্টায় ৫৮জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া সরিষাবাড়ির রঘুনাথপুরের ৫০ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। গত ১ জুলাই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা পজেটিভ আসলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৪ জুলাই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন প্রণয় কান্তি দাস। এ নিয়ে মৃত্যু ৫৪ জনে দাঁড়ালো।
সকাল ১০টায় হাসপাতালের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ৩৫ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ৫টি নমুনা পরীক্ষায় ১জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ১২৮টি নমুনা পরীক্ষায় ২২ জনসহ মোট ২৯৭টি নমুনা পরীক্ষায় ৫৮জন শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুর সদর উপজেলা-১৩ জন, মেলান্দহ উপজেলা- ৫ জন, মাদারগঞ্জ উপজেলা- ১০ জন, ইসলামপুর উপজেলা- ৫ জন, সরিষাবাড়ী উপজেলা- ১৩ জন, দেওয়ানগঞ্জ উপজেলা- ৭ জন ও বকশীগঞ্জ উপজেলা- ৫ জন কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে সংক্রমণ শনাক্ত ৩১৩৮জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর উপজেলা- ডিসি অফিস ২ জন, বোষপাড়া ৩জন, বানাকূড়া, গোপালপুর ২ জন, শেখেরভিটা, নয়াপাড়া, ফায়ার সার্ভিস, মেস্টা ও নান্দিনা।
মেলান্দহ উপজেলা- উপজেলা পরিষদ ২ জন, হাজরাবাড়ী ২ জন, মেলান্দহ।
মাদারগঞ্জ উপজেলা- পলিশা, মাদারগঞ্জ ৩ জন, বীর পাকেরদহ, জোনাইল, চরবউলা, বাণীকূঞ্জ, পৌরসভা ও বাকুরচর।
ইসলামপুর উপজেলা- ইসলামপুর ৩ জন, গিলাবাড়ী ও মলমগঞ্জ।
সরিষাবাড়ী উপজেলা- আদ্রা, পিংনা বাজার, শেখেরপাড়া, মাইজবাড়ী, টিকরাপাড়া, দৌলতপুর ২জন, ধানাটা, পিংনা, তারাকান্দি, মুলবাড়ী ২ জন ও সরিষাবাড়ী।
দেওয়ানগঞ্জ উপজেলা- দেওয়ানগঞ্জ ২ জন, বাজারপাড়া ২ জন, চিকাজানী, পোল্যাকান্দি ও ডালবাড়ী।
বকশীগঞ্জ উপজেলা- উপজেলা পরিষদ, মালীরচর, শ্রীবর্দী পুরাতন, ছড়িপাড়া ও বাংলাপাড়া।