২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১৫ মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২১ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনা শনাক্ত হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৯ জুলাই সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন- ময়মনসিংহের ত্রিশালের রিয়াদ মিয়া (৬০), সদরের কোহিনূর বেগম (৪০), অঞ্জলি (৮০), শরফুদ্দিন আহমেদ (৮৪) ও টাঙ্গাইলের মধুপুরের আবু সাঈদ (৬০)। উল্লেখিত সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান- নেত্রকোনার আবুল হোসেইন (৬৫),পূর্বধলার শামীম তালুকদার (৫০), শামসুল হক (৬৮), শেরপুরের নকলার এনামুল হক (৬৫), ময়মনসিংহের গৌরীপুরের রফিক মিয়া (৫০), গফরগাঁওয়ের নিজাম উদ্দিন (৬৫), ফুলবাড়িয়ার আব্দুল মজিদ (১০৫), ময়মনসিংহ সদরের আব্দুল জব্বার (৮০), হেলাল উদ্দিন (৯২) ও সুরতজান (৪২)। ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩৮১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে আছেন ২০ জন। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ জন। এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭২টি নমুনা পরীক্ষা করে ২৮৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৪৮ শতাংশ। Related posts:পিরোজপুরে যুবককে কুপিয়ে জখম করল সাবেক প্রেমিকাজামালপুরে ৫ বছর বয়সী শিশু ধর্ষণ ॥ আটক ১ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু Post Views: ২২৯ SHARES সারা বাংলা বিষয়: