বকশীগঞ্জে ফাঁসিতে কিশারী গৃহবধূর লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বাল্য বিয়ের বলি হলাে পঞ্চম শ্রেণির ছাত্রী নূরানী বেগম (১২)। পরিবারের অভাব অনটন আর কিশােরীর উজ্জ্বল ভবিষ্যতের আশায় সহপাঠিদের সাথে ছুটাছুটি করে খেলার সময়েই তাকে বসতে হয় বিয়ের পিড়িতে। সবার অগােচরে লাল শাড়ি আর মেহেদী পড়ে বিয়ের সাঁজে সেজে শ্বশুরবাড়ি যায় নূরানী বেগম। বিয়ের ৬ মাস পার না হতেই নূরানী বেগম লাশ হলো। আজ ভােরে বাড়ীর পাশে একটি আম গাছে ফাঁসিতে ঝুলে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নূরানী বেগম বকশীগঞ্জ পৌরসভার গােওয়ালগাঁও মধ্যে পাড়া এলাকার ভেনগাড়ী চালক নূরনবীর মেয়ে। সে গােওয়ালগাঁও মধ্যেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী থাকা অবস্থায় পাশের শেরপুর জেলার শ্রীরবদী উপজেলার মাধবপুর এলাকার আওয়াল মিয়ার ছেলে গার্মেন্টস শ্রমিক সােলাইমানের সঙ্গে তার বিয়ে হয়। তিন দিন আগে নূরানী বেগম বাবার বাড়ি বকশীগঞ্জ আসে। এ অবস্থায় আজ রােববার ভােরে তার লাশ গাছে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়েটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রিপোর্ট অাসলে প্রকৃত ঘটনা জানা যাবে। Related posts:নতুন ওয়ার্ডগুলোতে গুলশান-বনানীর চেয়েও সুন্দর রাস্তা হবে : আতিকভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনেরশেরপুরে ডেঙ্গু পরিস্থিতি, অবৈধ পলিব্যাগ ও উন্নয়ন কর্মকা- বিষয়ক মতবিনিময় সভা Post Views: ১৬৩ SHARES সারা বাংলা বিষয়: