‘ববিতার মতো গুণীদের আমরা ব্যবহারই করতে পারলাম না’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২১ অনলাইন ডেস্ক : ববিতা ম্যাডামদের মতো গুণী অভিনয়শিল্পীদের ঢাকাই চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি পরবর্তীকালে আর ব্যবহারই করতে পারেনি বলে আক্ষেপ প্রকাশ করেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তিনি বলেন, ‘পাশের দেশের ষাট, সত্তর, আশির দশকের সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের ঘিরে কত কত সিনেমা নির্মিত হচ্ছে; অথচ ববিতা ম্যাডামদের মতো গুণী অভিনয়শিল্পীদের আমরা পরবর্তীকালে আর ব্যবহারই করতে পারলাম না। হয়তো এসব আফসোসও একদিন ঘুচবে। অন্তত ববিতা ম্যাডামের জন্মদিনে এমন প্রত্যাশাই জানিয়ে রাখলাম।’ কিংবদন্তি অভিনেত্রী ববিতার (ফরিদা আক্তার পপি) জন্মদিন আজ। দিনটিতে ৬৮ বছরে পা রেখেছেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে ‘অশনি সংকেত’ খ্যাত এই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান বলেন, অনস্ক্রিনে অসংখ্যবার দর্শক তাকে আমার মায়ের ভূমিকায় দেখেছেন, অফস্ক্রিনেও তিনি আমার কাছে তেমন একজন মমতাময়ী মা।’ ফেসুবকে ববিতাকে নিয়ে শাকিব খান আরও বলেন,‘অভিনয়ে আসার পর যে ক’জন অভিভাবক পেয়েছি, তাদের অন্যতম ববিতা ম্যাডাম। তার মতো এমন অভিজ্ঞ ও দক্ষ অভিনয় শিল্পী মাথার ওপর ছায়া হয়ে থাকলে সব কিছুই সহজ হয়ে যায়। ঢালিউড খান আরও উল্লেখ করেছেন, ‘বহুদিন তিনি সিনেমা থেকে দূরে। তার সাথে আমার প্রায়ই কথা হয়। বর্তমান সিনেমার খোঁজ-খবর নেন। আগের মতোই মমতাময়ী মায়ের কণ্ঠে সঠিক দিকনির্দেশনা দেন। তাঁর মতো গুণী অভিনয়শিল্পীর সাথে কথা বলতে বলতে মাঝেমধ্যে নিজেদের ব্যর্থতার কথাগুলোও স্মরণ করি।’ ববিতা ১৯৫৩ সালের আজকের দিনে (৩০ জুলাই) বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। ববিতার সিনেপর্দায় আসার পেছনে বড়বোন সুচন্দার অনুপ্রেরণা রয়েছে। ১৯৬৮ সালে বড়বোন সুচন্দা অভিনীত জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে। যদিও সিনেমাটি মুক্তি পায়নি। জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ সিনেমায় অভিনয় করতে গিয়েই ফরিদা আক্তার পপি নাম পরিবর্তন করে রাখা হয় ববিতা। ১৯৬৯ সালে ‘শেষ পর্যন্ত’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। সত্তরের দশকের সেরা অভিনেত্রী ছিলেন ববিতা। ১৯৭৩ সালে ২৩তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বিয়ারজয়ী সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। ক্যারিয়ারজুড়ে ববিতা ৩৫০-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিন বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন এই অভিনেত্রী। ২০১৬ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। Related posts:কিংবদন্তী অভিনেত্রী কবরী আর নেইবাংলাদেশের সিনেমায় বলিউডের শ্রদ্ধা কাপুরশুটিংয়ে ফিরলেন শিল্পা Post Views: ১৮১ SHARES বিনোদন বিষয়: