শ্রীবরদীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১

শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৪ আগস্ট বুধবার রাত ১০টার দিকে উপজেলা জালকাটা গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক গোশাইপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের নশকর আলীর ছেলে রফিকুল ইসলাম (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম প্রায় ৫-৬ বছর পূর্বে জালকাটা গ্রামের জবেদ আলীর মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। কিছু দিন পূর্বে রফিকুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেন। সেই সুবাদে রফিকুলের স্ত্রী পিতার বাড়ী জালকাটা গ্রামের অবস্থান করেন। বুধবার বিকালে রফিকুল ইসলাম তার শ্বশুর বাড়ি জালকাটা আসেন। দাম্পত্য জীবনে কলহের জের ধরে রফিকুলের শ্বশুর বাড়ির পার্শ্বে একটি গাছের ডালের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।