শ্রীবরদীতে বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রীবরদী উপজেলা প্রশাসন। ৫ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শ্রীবরদী উপজেলা নির্বাহি অফিসার নিলুফা আক্তার।
এসময় শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লালমিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো মোশারফ হোসেন সাগর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।