হৃত্বিক রোশনের ‘প্রেমে পড়েছেন’ নোরা ফাতেহি! অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯ বিনোদন ডেস্ক : লিউডে নিজের নাচের ঝলক দেখিয়ে হাজার হাজার মানুষের হৃদয় জয় করেছেন নোরা ফতেহি। শুধু বলিউড কেন, গোটা বিশ্বেই ডান্সিং স্কিলের জন্য জনপ্রিয় নোরা। সম্প্রতি দ্য কপিল শর্মা শো-তে গিয়েছিলেন নোরা। সেখানে গিয়েই নিজের মনের মানুষের কথা জানান দিলেন তিনি।কপিলের প্রশ্নের জবাবে নোরা বলেন, ‘আমি বরাবর বলিউডের একজন হিরোকেই ভালোবেসেছি। তিনি হৃত্বিক রোশন। আমি ওঁর সঙ্গে কাজ করতে চাই।’ হৃত্বিকের ফ্যানগার্ল নোরা আরও বলেছেন, ‘আমি হৃত্বিককে ভালোবাসি। আমি ওঁর মতো ডান্সার হতে চাই।’ দর্শকের জানা উচিত, নোরা কিন্তু শুধুই ডান্সার ও অভিনেত্রী নন, তিনি ভালো গানও গাইতে পারেন। বিগ বস সিজন ৯-এ এসে নজর কেড়েছিলেন নোরা। সম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে অরিজিৎ সিং-এর গাওয়া একটি মিউজিক ভিডিয়োতে নজর কেড়েছেন নায়িকা। Related posts:তাহসানের ক্যাসেট নিলামে, সাড়ে ৭ লাখে স্ত্রীর জন্য কিনলেন ভক্তকন্যা সন্তানের মা হলেন অপি করিমপরী মণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Post Views: ২১১ SHARES বিনোদন বিষয়: