শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনায় গ্রেফতার ২

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার ঘটনায় করা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ আগস্ট বুধবার রাতে অভিযান চালিয়ে এজাহারনামীয় ওই ২ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হলো শ্রীবরদী উপজেলার বারারচর গ্রামের জালাল উদ্দিনের ছেলে শহিদ মিয়া ওরফে শহিদুর রহমান (৪০) ও মৃত আবদুর রেজ্জাকের ছেলে মিজানুর রহমান (৩০)।
সূত্রে জানা গেছে, ৪ আগস্ট দুপুরে চলমান লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন ও সানাউল মোর্শেদের নেতৃত্বে উপজেলার ঝগড়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় বাজারের কাপড় ব্যবসায়ী লিটন মিয়ার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাগবিতণ্ডা হয়। ঘটনার একপর্যায়ে স্থানীয় এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট নিক্ষেপ শুরু করে।
এর পর ইটের আঘাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য রুবেল খন্দকার ও মো. সবুজ এবং শ্রীবরদী থানার এএসআই আজহারুল হক ও কনস্টেবল মো. জান্নাত আহত হন।
পরে বুধবার রাতে উপজেলা পরিষদের সিএ কামরুজ্জামান বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শ্রীবরদী থানায় মামলা করেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, ভ্রাম্যমাণ আদালত চলাকালীন বিজিবি ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় করা মামলায় দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।