আর্জেন্টিনাকেই এগিয়ে রাখবেন মেসি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ স্পোর্টস ডেস্ক : দুই বছরের চুক্তিতে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লিখিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। পাশাপাশি দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে চুক্তিতে। মঙ্গলবার রাতে মেসিকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে পিএসজি। ১১ আগস্ট বুধবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে ফ্রান্সের ক্লাবটি। তখনই হয়তো মেসির সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির নানান দিকও জানা যাবে। তবে এর আগেই সংবাদমাধ্যমে মেসির চুক্তির একটি শর্ত। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন মোতাবেক, পিএসজির সঙ্গে মেসির চুক্তিতে একটি শর্ত হলো জাতীয় দলের খেলার ব্যাপারে। যেখানে নাকি সাফ বলা আছে, আর্জেন্টিনা জাতীয় দলের খেলা থাকলে ক্লাবের কোনো কিছুতে থাকতে পারবেন না মেসি। অর্থাৎ নিজ দেশকেই প্রথম প্রাধান্য হিসেবে বেছে নিয়েছেন মেসি। শুধু প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, আর্জেন্টিনা জাতীয় দলের যেকোনো প্রীতি ম্যাচের ক্ষেত্রেও পিএসজি থেকে ছুটি নিয়ে নিজ দেশের হয়ে খেলবেন মেসি- এমনটাই জানাচ্ছে টিওয়াইসি স্পোর্টস। এছাড়াও পিএসজির নানা সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবে আর্জেন্টিনা জাতীয় দলের চিকিৎসক দল। আগামী মাসেই আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি ম্যাচ রয়েছে। প্রথমে ২ সেপ্টেম্বর ভেনেজুয়েলা ও ৫ সেপ্টেম্বর ব্রাজিলের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। পরে ঘরের মাঠে ৯ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে খেলবেন মেসির দল। তিনটি ম্যাচেই আর্জেন্টিনার হয়ে খেলার কথা জানিয়ে দিয়েছেন মেসি। টিওয়াইসি স্পোর্টসের এ সংবাদের সমর্থন জানিয়েছেন আর্জেন্টিনার আরেক সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তের সাংবাদিক রয় নেমারও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নেমারও জানিয়েছেন, পিএসজিতে আর্জেন্টিনা দলকেই প্রাধান্য দেবেন মেসি। Related posts:১ স্বর্ণ ২ রৌপ্য আর ১৩ ব্রোঞ্জে কাটলো বাংলাদেশের দিননেইমারের হাতে ৬ষ্ঠ ‘সাম্বা ডি অর’সবার আগে সেমিতে ইংল্যান্ড Post Views: ৮৩৪ SHARES খেলাধুলা বিষয়: