সরিষাবাড়িতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীর চর রৌহা পশ্চিমপাড়ায় পাট কাটতে গিয়ে বজ্রপাতে দুলাল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু ও তারাকান্দিতে একই পরিবারের শ্বশুর ছালাম (৬০), পুত্রবধূ ফেরদৌসি (৩০) ও নাতনী ফাতেমা (৫) গুরুতর আহত হয়েছে। বাড়ির পাশে দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টির সময় বজ্রপাত ঘটলে তারা গুরুতর আহত হয়। অপরদিকে সকালে জমিতে পাট কাটতে গেলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন বজ্রপাতে গুরুতর আহত দুলাল মিয়াকে গুরুতর আহত অবস্থায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার দুলাল মিয়াকে মৃত ঘোষণা করে। নিহত যুবক সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা পশ্চিম পাড়া গ্রামের মকবুল মন্ডলের ছেলে। Related posts:আজ শ্রীবরদী হানাদারমুক্ত দিবসচট্টগ্রামে মাদরাসায় শিশু নির্যাতনকারী সেই শিক্ষক কারাগারেজামালপুরে পুলিশিং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Post Views: ১৫২ SHARES সারা বাংলা বিষয়: