বাহাদুরাবাদ-বালাসীঘাট রেলফেরি পুনরায় চালু করতে পরিদর্শন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ জামালপুর প্রতিনিধি : রেলপথ মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা বলেছেন. বন্ধ থাকা বাহাদুরাবাদ ও বালাসী ঘটের মধ্যে রেলওয়ে ফের পুনরায় চালুর বিষয়ে সম্ভাব্য যাচাই করা হবে। রেলস্টেশন উন্নয়ন কাজে কোন ফাঁক ফুকর করা চলবে না। তিনি বুধবার মুজিব বর্ষ উপলক্ষে রেলস্টেশন উন্নয়ন সংস্কার, প্লাটফর্ম বৃদ্ধি এবং উচুকরণ কার্যক্রম চলমান সেই লক্ষে দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দেওয়ানগঞ্জ রেলস্টেশনের সমস্যা, ব্রহ্মপুত্র ট্রেনের সময় সূচি পরিদর্শন এবং বিজয় এক্সপ্রেস ট্রেন দেওয়ানগঞ্জ থেকে চট্টগ্রাম চলাচলের জন্য এলাকাবাসী সচিবের কাছে দাবী জানান। এ সময় তার সঙ্গে ছিলেন. রেলপথ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব প্রনব কুমার ঘোষ, মীর আলমগীর হোসেন, উপ-সচিব মুহাম্মদ মাহাবুবুল হক, মহাপরিচালক কামরুল হাসান, প্রধান প্রকৌশলী পূর্ব সুবক্তগীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ, বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান, আরএনবি’র কমান্ডেন্ট রেজাউর রহমানসহ রেলওয়ের উব্ধর্তন কর্মকর্তাবৃন্দ। Related posts:জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি : পানিবন্দি প্রায় ১০ লাখ মানুষজামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ জনের জরিমানামাদারগঞ্জে সালিশি বৈঠকে যুবককে জুতার মালা, ওই ঘটনায় ৭ সালিশদার গ্রেফতার Post Views: ১৭৬ SHARES সারা বাংলা বিষয়: