সেপ্টেম্বরের দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা আছে : শিক্ষামন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ অনলাইন ডেস্ক : আগামী সেপ্টেম্বর মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ১১ আগস্ট বুধবার মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করছে সরকার। আগামী সেপ্টেম্বরেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে। শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না। সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেয়ার চিন্তাভাবনা রয়েছে সরকারের। তিনি আরও বলেন, এখনই অটোপাসের চিন্তা নয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর-ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া হবে। প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে সর্বশেষ তা ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। Related posts:স্কুলে শিক্ষার্থী উপস্থিতির হার শতভাগ নয়: শিক্ষামন্ত্রীশেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় এবার ঢাবিতে ভর্তির সুযোগ পেলো দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রউপযুক্ত পরিবেশ হলেই এইচএসসি পরীক্ষা : সংসদে শিক্ষামন্ত্রী Post Views: ২১৩ SHARES শিক্ষা বিষয়: