ইসলামপুরে গলায় আপেল আটকিয়ে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় গলায় আপেলের টুকরো আটকিয়ে হযরত আলী নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ১১ আগস্ট বুধবার সন্ধ্যা ছয়টায় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু হযরত আলী উপজেলার পাথর্শী ইউনিয়নের ঢেংগারগড় বানিয়াবাড়ি গ্রামের আশরাফ আলীর নাতি। এছাড়া জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লাহিড়ীকান্দা গ্রামের ফারুক মিয়ার পুত্র। স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়ী বানিয়াবাড়ি মা ময়না বেগম শিশু হযরত আলীকে সঙ্গে নিয়ে গত ঈদ-উল আযহায় বানিয়াবাড়ি গ্রামে বাবার বাড়িতে বেড়াইতে এসেছিল। বুধবার বিকাল পোনে পাঁচটায় ঘরে থাকা আপেলের টুকরো নিয়ে নাড়াচাড়া করছিল শিশু হযরত আলী। এ সময় হঠাৎ করে আপেলের একটি টুকরো শিশু হযরত আলীর গলার ভিতরে আটকিয়ে যায়। অনেক চেষ্টা করেও আপেলের টুকরোটা গলা থেকে বের করতে পারছিলেন না স্বজনরা। উপায়ান্তর না পেয়ে শিশু হযরত আলীকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, আপেলের টুকরো গলায় আটকিয়ে যাওয়ায় শিশু হযরত আলীকে তার অভিভাবকেরা সন্ধা ছয়টার দিকে হাসপাতালে আনে। এ সময় কর্তব্যরত চিকিৎসক মোহসিনা আক্তার শাম্মী শিশুটিকে মৃত ঘোষণা করেন। Related posts:যমুনা সার কারখানায় কর্মরত অবস্থায় রসায়নবিদের রহস্যজনক মৃত্যুশেখ হাসিনা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে স্বচেষ্ট: ধর্ম প্রতিমন্ত্রীময়মনসিংহের ফুলবাড়িয়ায় তরুণীর মরদেহ উদ্ধার Post Views: ১৭৫ SHARES সারা বাংলা বিষয়: