ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে প্রাণ গেল আরও ২৩ জনের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২১ ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। ১৪ আগস্ট শনিবার সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল (১৩ আগস্ট) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু হয়েছিল। করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার খোদেজা (৫৫), মর্জিনা বেগম (৬৫), খাদিজা বেগম (৭০), সুফিয়া (৪৫), মুক্তাগাছার রিয়াজুল (৪৫), আব্দুল মালেক (৫৫), তারাকান্দার কোহিনুর বেগম (৬৫), হালুয়াঘাটের আব্দুল মতিন (৭০), নেত্রকোনা সদরের খলিন্দ্র চন্দ্র (৮০), শেরপুরের নালিতাবাড়ি উপজেলার আবুল সালেহ (৭০)। উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের রোজি আক্তার (৫০), রাবেয়া (৭০), আব্দুল রাজ্জাক (৭০), আসিরন (৬০), ফারুক (৩৬), গোলাম কিবরিয়া (৬০), ঈশ্বরগঞ্জের সাকিনা বেগম (৫৫), নেত্রকোনা সদরের হাজেরা খাতুন (৬৫), মঞ্জুরুল হক (৬৫), আহমেদ (৫৬), শেরপুর সদরের মোজাম্মেল (৬৫), জামালপুর সদরের বিল্লাল উদ্দিন (৬০), টাঙ্গাইল সদরের আব্দুল গফুর (৮৫)। তিনি আরও বলেন, আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৯৯ রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়েছেন ২৬ জন। এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৬০০টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৩৯ জন শনাক্ত হন। Related posts:শেরপুরে সামাজিক সংগঠন ঢাকলহাটী তরুণ সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালিতসারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধনদেওয়ানগঞ্জে ৩ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Post Views: ১২৮ SHARES সারা বাংলা বিষয়: