‘বিয়ে করেছি, চুরি-ডাকাতি-খুন-ধর্ষণ তো আর করি নাই’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১ নিলয় আলমগীর কি যে একটা সমস্যায় আছি! বিয়ে করেছি, ২য় বিয়ে। হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ তো আর করি নাই। নতুন বউ এর সাথে হাসি খুশি ছবি দিলে কমেন্ট করতেসে এত নির্লজ্জ কেন আপনি, ২য় বিয়ে করসেন আবার বউ এর সাথে ছবি দেন। একা ছবি দিলাম তাতেও সমস্যা, বিয়ের পর একা ছবি কেনো? আমার বিড়াল এর সাথে ছবি দিলাম সেটাও সমস্যা। এক হাজারের উপরে ছবি তুলেছি। গালি খাওয়ার ভয়ে পোস্ট করতে পারছি না। আমার এত ছবি লইয়া আমি এখন কোথায় যাইবো। (ফেসবুক থেকে সংগৃহীত) Related posts:৫৬ বছরে পা রাখলেন বলিউড বাদশা শাহরুখ খাননতুন বছরে দুই কিস্তিতে মুক্তি পাবে ‘মিশন এক্সট্রিম’বাস-অটোরিকশা সংঘর্ষ, সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ Post Views: ২০৭ SHARES বিনোদন বিষয়: