বিয়ের পর নাম বদলাবেন ক্যাটরিনা! অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২১ বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এই ডিসেম্বরে চার হাত এক হতে চলেছে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের। জোর গুঞ্জন, রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বাওরা-র বিলাসবহুল রিসোর্টেই তাদের বিয়ের অনুষ্ঠান হবে। অন্যদিকে, সালমান খানের সঙ্গে নিজের আসন্ন প্রজেক্ট ‘টাইগার থ্রি’ নিয়ে দারুণ ব্যস্ত ক্যাটরিনা। সূত্রের খবর, বিয়ের পর নিজের নাম পরিবর্তন করতে পারেন ক্যাটরিনা। আসন্ন ছবি ‘টাইগার থ্রি’র প্রোমোশান, ছবি মুক্তির আগে যদি অভিনেত্রী সাতপাকে বাঁধা পড়েন; তাহলে কানাঘুষো শোনা যাচ্ছে, ছবির সব প্রোমোশান- ট্রেলার থেকে ছবি মুক্তি সবেতেই নিজের নাম পরিবর্তন করে ‘ক্যাটরিনা কাইফ কৌশল’ রাখতে পারেন তিনি। সূত্র : হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া Related posts:ইন্ডাস্ট্রিতে এমন হৃদয়বান মেয়ে আগে আসেনি: কাজী হায়াৎসুশান্তের ডায়েরি থেকে বেরিয়ে এল বহু নতুন তথ্যমেয়ের সঙ্গে খুনসুটিতে মেতেছেন পূর্ণিমা Post Views: ১৭৬ SHARES বিনোদন বিষয়: