ময়মনসিংহের ফুলপুরে জাতীয় শোক দিবস পালন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২১ ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়েছে। এছাড়াও সকাল ৮টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠন, প্রেসক্লাব, এক্স সোলজার ওয়েল ফেয়ার এসোসিয়েশন, আনসার-ভিডিপি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা চত্বরে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, মেয়র শশধর সেন, ফুলপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন প্রমুখ। এর আগে ১৪ আগস্ট রচনা প্রতিযোগিতা, ৭ মার্চের ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও আজ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর আদর্শ ও কর্ম বিষয়ে আলোচনা সভায় বিকাল সাড়ে ৫টায় প্রধান অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি উপস্থিত থাকবেন। Related posts:চাঁদাবাজি করতে এসে শেরপুরে কথিত সাংবাদিক ও সহযোগী আটকজামালপুরে প্রতিবেশী স্কুলছাত্র কর্তৃক যৌন নির্যাতনের শিকার পাঁচ বছরের শিশুরিকশায় স্কুলশিক্ষকের ফেলে আসা ৩ লাখ টাকা তিনদিন পর ফিরে পেলেন Post Views: ১৪৮ SHARES সারা বাংলা বিষয়: