নেত্রকোনায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মায়ের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪ নেত্রকোনার দুর্গাপুরে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মা হাজেরা খাতুনের (৬০) মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশের বরাতে জানা গেছে, হাজেরা খাতুনের প্রথম স্বামী মারা যওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। পরে ওই স্বামীও মারা যান। তার প্রথম স্বামীর ছেলে জজ মিয়া (৪০) ও দ্বিতীয় স্বামীর ছেলে সুমন মিয়া (১৮)। মা হাজেরা খাতুন বড় ছেলে জজ মিয়ার ঘরে থাকতেন। কিছুদিন আগে ছোট ছেলের বউ বাপের বাড়িতে চলে যাওয়ায় ছোট ছেলেকে রান্না করে খাওয়াতেন মা হাজেরা। কিন্তু এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে শনিবার সকালে ঝগড়া শুরু হয়। এসময় তাদেরকে থামাতে গিয়ে মা হাজেরা খাতুন হঠাৎ মাটিতে পড়ে যান এবং মারা যান। স্থানীয় নারী ইউপি সদস্য সখিনা খাতুন বলেন, দুই ছেলে রান্না করা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছিল বলে শুনেছি। পরে তার মা জগড়া থামিয়ে দুই ছেলেকে দুইদিকে পাঠিয়ে দেয়। সেসময় দাঁড়ানো থেকেই মাটিতে পড়ে যায় এবং মারা যান। এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাস আলী বলেন, সুরতহাল করে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। Related posts:নীলফামারীতে গভীর রাতে পুলিশ সুপারের কম্বল বিতরণশেরপুরে সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহতবঙ্গবন্ধুর জন্য স্বাধীন দেশ পেয়েছি- তথ্য প্রতিমন্ত্রী Post Views: ১২৭ SHARES সারা বাংলা বিষয়: