ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেলু মন্ডল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে। সোমবার (১৬ আগস্ট) সকাল নয়টায় এ দুর্ঘনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকালে বসতবাড়ি সংলাপের পরিত্যক্ত জমিতে ঘাস খাওয়ানোর জন্য গরু নিয়ে যাচ্ছিলেন কৃষক ফেলু মন্ডল। এসময় রাস্তার সংলগ্ন একটি মুরগির খামারের বিদ্যুতের ঝুলন্ত তার শরীরে লাগলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।
আহতাবস্থায় স্বজনরা ফেলু মন্ডলকে সকাল সাড়ে নয়টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাহিদা রহমান তাকে মৃত ঘোষণা করেন।