নায়িকা পরীমনির জামিন শুনানি বুধবার

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

অনলাইন ডেস্ক : মাদক মামলায় কারাগারে থাকা আলোচিত অভিনেত্রী পরীমনির জামিনের জন্য আবার আবেদন করেছেন তার আইনজীবী। এ আবেদনের ওপর শুনানির জন্য বুধবার দিন রেখেছে আদালত। রোববার ঢাকার মুখ্যমহানগর হাকিম রেজাউল করিম চৌধুরীর আদালতে এ আবেদনটি করেন পরীমনির আইনজীবী মজিবুর রহমান। আবেদন গ্রহণ করে শুনানির জন্য আদালত ১৮ আগস্ট দিন রেখেছেন বলে নিশ্চিত করেন তিনি।
পরীমনিতে তার বনানীর বাসা থেকে গত ৪ আগস্ট মাদকদ্রব্যসহ আটক করে র‌্যাব। পরদিন এই অভিনেত্রীর বিরুদ্ধে বনানী থানাতে একটি মাদক মামলা করে বাহিনীটি। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে চারদিনের রিমান্ডে পাঠায় আদালত।
ওই রিমান্ড শেষে আদালতে তোলা হলে পরীমনিকে আবার দুই দিনের রিমান্ডে পাঠায় আদালত। দুই দফা রিমান্ড শেষে গত শুক্রবার তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
আদালতে প্রতিবারই জামিনের আবেদন করেছিলেন পরীমনির আইনজীবীরা, কিন্তু বিচারক তা নাকচ করে দেন।
আদালত পরীমনিকে ডিভিশন দেয়ার আদেশ দিলেও এ বিষয়ে কাগজপত্র হাতে না পাওয়ায় তাকে সাধারণ বন্দিদের সেবাই দেয়া হচ্ছে বলে জানিয়েছে কাশিমপুর কারা কর্তৃপক্ষ।
কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব-মহিলা কারাগার) মো. আব্দুল জলিল বলেন, ‘পরীমনিকে কারাগারের কোয়ারেন্টিন সেন্টার রজনীগন্ধা ভবনে রাখা হয়েছে। তাকে ডিভিশন দেয়ার আদেশ এখনও আমরা পাইনি। ১৪ দিন পর তাকে আমরা সাধারণ বন্দিদের সেলে দিয়ে দেব।’
পরীমনির খাবারের তালিকা সম্পর্কে জানতে চাইলে আব্দুল জলিল বলেন, ‘তিনি এখনও কোনো ডিভিশন পাননি, সাধারণ বন্দি হিসেবেই আমাদের এখানে এসেছেন। তাই সাধারণ বন্দিদের মেন্যু ফলো করা হচ্ছে।’
সিনিয়র এই জেল সুপার জানান, সাধারণ বন্দিদের জন্য সকালের খাবার হিসেবে দেয়া হয় রুটি বা পাউরুটি, চিনি বা গুড়, ডাল, দুধ, ডিম, জেলি বা মাখন, কলা ও চা।
দুপুরের খাবার হিসেবে দেয়া হয় ভাত কিংবা রুটি, মাছ বা মাংস, শাকসবজি ও ডাল এবং রাতের খাবার হিসেবে দেয়া ভাত বা রুটি, মাছ বা মাংস, শাকসবজি ও ডাল।