‘আগুয়েরো হয়তো নিজেকে খুন করতে চাইছে’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১ স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ করে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার সঙ্গে খেলতে না পারায় আগুয়েরো হয়তো নিজেকে খুন করতে চাইছে বলে মন্তব্য করেছেন মেসির সতীর্থ আনহেল ডি মারিয়া। ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষে নতুন মৌসুমে বার্সেলোনায় যোগ দিয়েছেন আগুয়েরো। এই আর্জেন্টাইনের কাতালান ক্লাবে যোগ দেওয়ার অন্যতম কারণ ছিলেন লিওনেল মেসি। কিন্তু মেসিকে ধরে রাখতে পারেনি বার্সা। মেসি পিএসজিতে যোগ দেবার কারণে ক্লাবে মেসির পাশে খেলার ইচ্ছা পূরণ হচ্ছে না আগুয়েরোর। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন ডি মারিয়া। যেখানে আগুয়েরো প্রসঙ্গে কথা বলতে গিয়ে হাসতে হাসতে বলেন, ‘আগুয়েরো হয়তো এখন চাচ্ছেন নিজেকে খুন করতে।’ মেসির বার্সা ছেড়ে আসার চেয়ে নিজের ইনজুরির কারণে আগুয়েরোও আছে বেশ বিপাকে। বার্সায় তার অভিষেকও পিছিয়ে গেছে। যা কষ্ট দিচ্ছে ডি মারিয়াকে। তিনি বলেন, ‘সে আবারো ইনজুরির শিকার হয়েছে, কয়েক সপ্তাহের জন্য বাইরে থাকবে। এটা সবচেয়ে দুঃখজনক বিষয়।’ Related posts:চতুর্থ ম্যাচে এসে 'প্রথম' জয় পেল ঢাকাআজ যেসব টিভিতে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচআশরাফুলের জন্মই হয়েছে ক্রিকেট খেলার জন্য : মাশরাফি Post Views: ১৭৪ SHARES খেলাধুলা বিষয়: